প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের বন্ধুদের আড্ডা

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালযের বিবিএ ১১তম ব্যাচের বন্ধুদের এক অনানুষ্ঠানিক গেট টুগেদার অনুষ্ঠিত হয়।দীর্ঘদিন পর বন্ধুদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সবাই। গল্প এবং আড্ডায় জমে উঠে বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ। আড্ডার মধ্যমণি ছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী বন্ধু মোঃ ফখরুল ইসলাম। এসময় বন্ধু সৈয়দ আহসান বলেন, ফখরুল যখন বিশ্ববিদ্যালয়ে ক্লাস ক্যাপ্টেন ছিলো তখন সে আমাদেরকে বিভিন্ন সময়ে পড়াশুনার বিষয়ে সহযোগিতা করতো এবং ঐ সময় আমরা পড়ালেখার পাশাপাশি আড্ডা দিতাম, আনন্দ করতাম।এখন কর্মজীবনে ঢুকে যাওয়ায় আগের মত সেই আড্ডা আর হয়না।আজ প্রবাসী বন্ধু ফখরুলের উদ্যোগে আমরা একত্র হয়েছি।

আরেক বন্ধু সত্যজিৎ ধর সাজু স্মৃতিচারণ করে বলেন, আমি কখনো ক্লাসে যেতে লেট হলে বা ক্লাস মিস হলে ঐ বিষয়গুলো ফখরুল থেকে বুঝে নিতাম।মাঝে মধ্যে আমরা বন্ধুদের বাসায় গ্রুপ স্টাডি করার জন্য মিলিত হতাম। ইচ্ছে করে এখন আবার আগের দিনগুলোতে ফিরে যায় যদিও তা সম্ভব নয়। এসময় ফখরুল বলেন, জীবনের সমস্ত বিপদ আপদ, সুখ-দুঃখ, আনন্দ-বেদনা সর্বক্ষণের সঙ্গী হয়ে থাকতে পারে কেবল বন্ধুরা। যদিও প্রবাসে থাকি মনটা থাকে দেশে, আমি আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধুদেরকে অনেক মিস করি এবং ফোন করে তাদের খোঁজ খবর নিই।আমি যখনই দেশে আসি চেষ্টা করি বিশ্ববিদ্যালয়ের বন্ধুদেরকে একসাথে করে পুরনো দিনের হাসি আড্ডাগুলোকে ধরে রাখার জন্য।আগামীতেও আমার এই প্রচেষ্টা অব্যহত থাকবে।অনেক বন্ধুকে ইনভাইট করেছিলাম, অনেকে আসতে পারেনি, আশা করি আগামীতে সবাইকে একসাথে পাবো। এসময় ১১তম ব্যাচের বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন মাসুদ রানা, বাপ্পী, ফয়সাল, সৈয়দ আহসান, সত্যজিৎ ধর সাজু, রুবেল মহাজন, মোঃ শিমুল,আতিকুর রহমান,দেবরাজ এবং রন্জয়সহ অন্যান্য বন্ধুরা।