প্রেস বিজ্ঞপ্তি:গত ০৭ ফেব্রæয়ারি ২০২২ ইং তারিখ চট্টগ্রামের সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কতিপয় দুস্কৃতিকারী ব্যাপক নাশকতা চালায়। উক্ত ঘটনার পর হতে নাশকতার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার লক্ষ্যে র্যাব-৭, চট্টগ্রাম ব্যাপক গোয়েন্দা নজরদারী ও ছায়াতদন্ত শুরু করে। গোয়েন্দা নজরদারী ও ছায়াতদন্তের একপর্যায় র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত সহিংসতার সাথে জড়িত দুস্কৃতিকারীরা চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন খাঘরিয়া মোহাম্মদ খালীগ্রাম এলাকায় অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০৯ ফেব্রæয়ারি ২০২২ ইং তারিখ ০৩০৫ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ জামাল উদ্দিন (৫০), পিতা-মৃত সোনা মিয়া, সাং-খাঘরিয়া মোহাম্মদ খালী, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে আটক করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আসামীর দেখানো ও শনাক্ত মতে আসামীর নিজের বসত ঘরের ভিতর হতে ০২ টি ওয়ানশুটারগান, ০৩ রাউন্ড গুলি এবং ২০ রাউন্ড খালী খোসা উদ্ধার করা হয়। এছাড়াও গত ০৭ ফেব্রæয়ারি ২০২২ ইং তারিখ চট্টগ্রামের সাতকানিয়ায় ইউনিয়নপরিষদ নির্বাচনের সহিংসতায় মোঃ জামাল উদ্দিন (৫০) কে সহায়তা করার জন্য গত ০৯ ফেব্রæয়ারি ২০২২ ইং তারিখ ০১৪৫ ও ০৩৪৫ ঘটিকায় যথাক্রমে আসামী ১। ইয়াছমিন আক্তার (৩২), স্বামী-মোঃ ইসমাইল, পিতা-মৃত আবুল বক্কর, সাং-খাঘরিয়া মোহাম্মদ খালী, থানা- সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম এবং ২। মোঃ লোকমান (৩২), পিতা-মৃত সরুমিয়া, সাং-
খাঘরিয়া মোহাম্মদ খালী, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামদের চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন খাঘরিয়া মোহাম্মদ খালীগ্রাম এলাকা হতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা গত ০৭ ফেব্রæয়ারি ২০২২ ইং তারিখ সাতকানিয়া ইউপি নির্বাচনের সহিংসতার সাথে জড়িত ছিল। এছাড়াও আসামী মোঃ জামাল উদ্দিন (৫০) চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়- বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের কার্যক্রম করে আসছে এবং উল্লেখিত আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায় ১৪ টির অধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।