“সুষ্ঠ নির্বাচন আমাদের অঙ্গিকার” পুলিশ সুপার নোয়াখালী

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী  প্রতিনিধিঃ   আগামিকাল ১০ ফেব্রæয়ারী অনুষ্ঠিত হবে  সুবর্ণচরের ২টি  ইউপি চরজব্বার ও চরজুবিলীতে  নির্বাচন। এরকই মধ্যে শেষ হয়েছে প্রার্থীদের প্রচার প্রচারনা।  কঠোর এবং সতর্ক
অবস্থায় রয়েছে  প্রশাসন। নির্বাচনী কাজে ২৩ কেন্দ্রে মোতায়েনন থাকবেন ৬০০ পুলিশ, ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আনসার, র‌্যাব, বিজিবি, ৮ টি মোবাইল টিম, ১৩টি স্টাইকিং ফোর্স, জেলা গোয়েন্দা টিম এর ৬টি ইউনিট, সাদা পোশাকের থাকবে চারটি টিম।  ইউনিয়ন দুটির সবগুলো প্রবেশদ্বারে প্রবেশদ্বারে থাকবে  চেকপোস্ট। ভোটারেরা ভোটার স্লিপ ও এনআইডি কার্ড প্রদর্শন করে কেন্দ্র প্রবেশ করবেন।

নির্বাচনী কাজে সরাসরি তদারকি করবেন নোয়াখালী জেলা প্রশাসক ও পুলিশ সুপার। গতকাল ৮ ফেব্রæয়ারী (মঙ্গলবার) বিকেল ৩ টায় নির্বাচনী প্রচার প্রচারনার শেষ দিনে চর জুবলী এবং চর জব্বর ইউনিয়নে জনসচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করে চরজব্বর থানা। চরজব্বার থানা নোয়াখাালী  অফিসার ইনচার্জ জনাব জিয়াউল হক তরিক খন্দকার এর
সঞ্চালনায় ও সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার সর্বচৈতী বিদ্যা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, নোয়াখালী জেলার পুলিশ সুপার  মোঃ শহীদুল ইসলাম, পিপিএম। এসময় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার দীপক যৌতি খীসা, সুবর্ণচর উপজেলা নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলাম, চরজুবলী ইউনিয়নে চেয়ারম্যান
প্রার্থী মোঃ হানিফ চৌধুরী,  সাইফুল্যাহ খসরু, আবু কালাম, সফি চৌধুরী, চর জব্বরে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ওমর ফারুক, অলি উদ্দিন হাওলাদার, তরিকুল ইসলামসহ জেলার সরকারি পুলিশ সুপার ও নির্বাচনে চেয়ারম্যান, মেম্বার পার্থীগন।