ফটিকছড়ি প্রতিনিধি: (১১ই ফেব্রুয়ারী) শুক্রবার ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুর মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি দক্ষিণ ধর্মপুর শাখার পরিচালিত আলোকধারা পাঠাগারের ১৫ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গুনীজন ও মরনোওর সংবর্ধনা স্বারক প্রদান ও আলোকবর্তিকা স্বরনীকা প্রকাশনা উৎব অনুস্টিত হয় চেরাগে গাউসুল আজম মাইজভাণ্ডারী, বিশ্ব অলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র বাল্যকালের গৃহশিক্ষক ও ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুর নিবাসী অধ্যাপক সৈয়দ মরহুম মুহাম্মদ আবদুল মাবুদ পোস্ট মাষ্টার সাহেবকে আলোকধারা পাঠাগারের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই মরনোওর সম্মাননা স্বারক ২০২২ তার সুযোগ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা এসএম হেলাল উদ্দিন এর হাতে তুলে দেন আলোকধারা পাঠাগারের নির্বাহী কর্মকর্তা শাহাবুদ্দিন রকি ‘ও পাঠাগার সদস্য ওহিদ এই সময় উপস্থিত ছিলেন মাস্টার সৈয়দ আবুল মুনসুর ‘মাস্টার, মাস্টার সৈয়দ আনোয়ার হোসেন ‘ বাবর ‘ সৈয়দ নয়ন উদ্দীন ও সৈয়দ জিয়া উদ্দীন উলেখ্য ২০১৪ সালে ৫ মে সৈয়দ আব্দুল মাবুদ পোস্ট মাষ্টার ১০৫ বছর বয়সে মৃত্যু বরণ করেন।