চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের মা ফাতেমা জোহরা বেগম একজন রত্নগর্ভা মা। ১৯৭২ সালে প্রিয়তম স্বামীকে হারানোর পর মহীয়সী এই নারী একা হাতে সংসারের হাল ধরেছেন। ছেলেমেয়েদেরকে মানুষের মত মানুষ করেছেন। উনার সন্তানেরা আজ স্ব স্ব জায়গায় প্রতিষ্ঠিত। উনার এক সন্তান বর্তমানে দ্য চিটাগাং কো অপারেটিভ হাউজিং সোসাইটি সভাপতি। আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন তিনি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এক সন্তান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত। আরেক সন্তান জিইসি’র মুখ্য পদে আসীন। ছোট সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রে একজন সফল ব্যবসায়ী। ত্যাগ তিতিক্ষা আর জীবন যুদ্ধে জয়ী এই নারী আমাদের বাঙালী পরিবারতন্ত্রের এক অনন্য উদাহরণ। আজ ১৩ ফেব্রুয়ারি রবিবার দুপুরে চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে ওয়াসা সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের শ্রদ্ধেয়া মাতা ফাতেমা জোহরা বেগম’র মাগফিরাত কামনায় কোরআন খতম দোয়া মাহফিল ও শোকসভা আয়োজন করা হয়। সভায় তিনি একথা বলেন।
ওয়াসা সিবিএর সভাপতি এনায়েত উল্লাহর সভাপতিত্বে সভায় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন আহমেদ,উপদেষ্টা শফর আলী, কাউন্সিলর গিয়াস উদ্দিন,ওয়াসা শ্রমিক কর্মচারী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান, সহ-সভাপতি মীর লোকমান, সহ-সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন, অর্থ সম্পাদক ইলিয়াস, প্রচার সম্পাদক এসকান্দর, দপ্তর সম্পাদক অরুন ঘোষ, আপ্যায়ন সম্পাদক ফজলুল কাদের, ক্রীড়া সম্পাদক মাহবুব, আনোয়ার, মহরম, ফরহাদ রেজোয়ান, জাকারিয়া, কামরুল, শহিদুল ইসলাম খান, শিবাঙ্করসহ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।