বেতাগী(বরগুনা)প্রাতিনিধি: বরগুনা বেতাগীতে দৈনিক আমার সংবাদ এর দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রতিনিধি মোঃ সুজন এর উদ্যোগে (১৩ ফেব্ররুয়ারি) রোজ রবিবার সকাল ১১টায় সাপ্তাহিক বিষখালী কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন সিনিয়ার সাংবাদিক, “দৈনিক ভোরের পাতার” পএিকার উপজেলা প্রতিনিধি সাইদুল ইসলাম মন্টু, “দৈনিক সমকাল” পএিকার উপজেলা প্রতিনিধি আব্দুস সালাম সিদ্দিকী, “দৈনিক যায়যায়দিন” পএিকার উপজেলা প্রতিনিধি লায়ন মোঃ শামীম সিকদার, “দৈনিক খবরপএ” পএিকার উপজেলা প্রতিনিধি প্রভাষক আবুল বাসার খান, “দৈনিক খোলা কাগজ” পএিকার উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান কোয়েল, ” দৈনিক গণকন্ঠ” পএিকার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ সাহাদাত হোসেন, ” দৈনিক তরুণ কন্ঠ” পএিকার উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম ফুয়াদ, “দৈনিক বাংলার পএ” পএিকার উপজেলা প্রতিনিধি মো. ফোরকান হোসেন ও “দৈনিক উওরের সময়” পএিকার উপজেলা প্রতিনিধি মো. আরিফুল ইসলাম প্রমুখ।
পড়েছেনঃ ১০২