পিরোজপুরে জাতীয় যুব সংহতির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

পিরোজপুর প্রতিনিধি :   জাতীয় যুব সংহতি, পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির পরিচিতি সভা,  (১৩ই মে )শনিবার স্থানীয় দি -রয়্যাল কমিউনিটি সেন্টারে বেলা তিন ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। নব গঠিত কমিটির আহ্বায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল কালাম শিকদারের সঞ্চালনায় উক্ত পরিচিতি সভায় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক নজরুল ইসলাম বাদশা, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির শৃঙ্খলা বিষয়ক সম্পাদক সদস্য তৌনিক উল হক,  স্বেচ্ছাসেবক পার্টির  সভাপতি ফায়জুল কবির কাজল, জেলা জাতীয় তরুন পার্টির আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার সহ জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত পরিচিত সভায়  পিরোজপুর জেলা জাতীয় যুব সংহতির নবগঠিত আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দ সহ  সকল পর্যায়ের নেতাকর্মী কে ফুল দিয়ে বরণ করেন আহ্বায়ক ও সদস্য সচিব।  এছাড়াও আহ্বায়ক কমিটি সভাপতি ও সদস্য সচিব ফুল দিয়ে বরণ করেন বিভিন্ন উপজেলার যুব সংহতির নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বক্তব্যের শুরুতেই পল্লীবন্ধুর রুহের মাগফেরাত কামনা করেন। অনুষ্ঠানের সঞ্চালক নবগঠিত কমিটির সদস্য সচিব জনাব আবুল কালাম সিকদার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পার্টির চেয়ারম্যান জনতার বন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি মহোদয় সহ জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির আহবায়ক জননেতা এইচ এম আসিফ শাহরিয়ার ও সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী ও   জাতীয় পার্টির  চেয়ারম্যানের উপদেষ্টা জনাব  মাসরেকুল আজম রবি, জাতীয় পার্টির পিরোজপুর জেলা শাখার সাবেক সদস্য সচিব প্রবাসী জনাব আলমগীর হোসেনকে তাদের সার্বিক তত্ত্বাবধানে এবং ভালোবাসা ও একাগ্রতায় আজ জাতীয় যুব সংহতির একটি সুন্দর পরিচিতি সভা  অনুষ্ঠিত হয়েছে।  ধন্যবাদ জ্ঞাপন করা হয় বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য মিজানুর রহমান মিজান,  সহ বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের নেতৃবৃন্দকে।