নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে খড়িয়ার গ্রামে বন্ধুদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল বন্ধু মহলের আয়োজনে শুক্রবার ১৮ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার খড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খড়িয়া গ্রামের সজ্জন ব্যাক্তি আব্দুল বাসেত এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের সফল চেয়ারম্যান মোঃ ফরহাদ আলম ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান, সরকারি শহীদ আসাদ কলেজের সাবেক ভিপি গোলাম রাব্বানী প্রমুখ। আলোচনা শেষে মৃত বন্ধুদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার মাঝে তকারক বিতরন করা হয়।
পড়েছেনঃ ৯৩