তাহিরপুরে হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেন- এমপি রতন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। শুক্রবার দিন ব্যাপী তাহিরপুর উপজেলার হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেন। বদ্দিতঘুরমা, মাটিয়ান হাওর, হালিরর হাওর, মহালিয়া হাওর, শনির হাওর, পন্ডুপ সহ বিভিন্ন বোর ফসলী হাওর রক্ষা বাঁধ সরেজমিনে পরিদর্শন করেন সুনামগঞ্জ -১ আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির, তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার, উপজেলা প্রকৌশলী এলজিইডি ইকবাল কবির, তাহিরপুুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন খাঁন, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উপজেলা যুুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ, যুগ্ন আহবায়ক রায়হান উদ্দিন, উপজেলা যুব মহিলালীগের সভাপতি আইরিন আক্তার,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল বাশার, ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রাহাত হায়দার, উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাউলজ্জামান ইমন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেত্রী বৃৃৃৃন্দ উপস্থিত ছিলেন। এমপি রতন বলেন, সঠিক সময়ে বাঁধের কাজ সম্পন্ন করতে হবে, চলতি মাসের মাধ্যমে অবশ্যই বোর ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ শেষ করতে হবে। যদি কেউ কোন প্রকার দুনীর্তি করে তাহলে তার বিরুদ্ধে ক্যবস্থা গ্রহণ করা হবে।