
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর বাজারে আলোচিত সামি টেলিকম নামক মোবাইলের দোকানে গত ১৪ ফেব্রুয়ারী সোমবার দিনগত গভীর রাতে চুরির ঘটনার ঘটে। পরদিন সামি টেলিকমের মালিক মোঃ শাকিল খান মধ্যনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানী অভিযান চালিয়ে, শাকিল খান এর সহযোগিতায় মূল আসামী ইয়াছিন মিয়া(১৯) পিতা- রিপন মিয়া খালু- আক্তার মিয়া, বর্তমান সাং বৈঠাখালী গুচ্ছগ্রাম, দিপু সরকার(১৯) পিতা- ধীরেন্দ্র সরকার মামা- বিমল সরকার, বর্তমান সাং-বৈঠাখালী গুচ্ছগ্রাম, নিলয় তালুকদার (২৪) পিতা- নিপেন্দ্র তালুকদার সাং- কলুমা, সর্ব থানা- মধ্যনগর।
চুরি হওয়ার ০৫ দিনের মধ্যেই মধ্যনগর থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে । মধ্যনগর বাজারে ৩ মাসের ভেবদানে ৩ টি চুরির ঘটনা ঘটেছে। এর মাঝে পিয়াস টেলিকম, মালিক পেংকু তালুকদার, দি মোবাইল চ্যানেল,মালিক দ্বীনার খান এর দোকানে কয়েক লক্ষ টাকার মোবাইল চুরি হয়েছিলো। এ অবস্থায় বাজারের পাহারা জোদ্দার না থাকায়, নিরাপত্তা হীনতায় ভুগছেন ব্যবসায়ী মহল, ব্যবসায়ী মহলের নিরাপত্তার ক্ষেত্রে বাজার বনিক সমিতির কমিটি ও প্রশাসনের নজরদারির জোর দাবী জানাচ্ছেন।পরিশেষে চোরদের নিকট থেকে সবগুলো চুরি যাওয়া ১৩ টি মোবাইল ফোন এর মাঝে ১২ টি স্মার্ট ফোন এবং ০১ টি বাটন ফোন) উদ্ধার করা হয়েছে। আসামিদেরকে ২০ ফেব্রুয়ারী রবিবারে নিয়মিত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।