সরাইলে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মো. তাসলিম উদ্দিন, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সদর ইউনিয়নের পাঠান পাড়া গ্রামের কবরস্থানের বট গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার(২১ফেব্রুয়ারি)সকালে স্থানীয়রা গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ওই যুবক নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের কালগড়া গ্রামের মো.জাহাঙ্গীর মিয়ার ছেলে সোহরাব হোসেন(২৮) পেশায় সে ব্যবসায়ী বলে জানা যায়। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানান, সরাইল- নাসিরনগর রোড়ের পাশে কবরস্থানে বট গাছে যুবকের ঝুলন্ত লাশের খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।