
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় এক গাঁজা ব্যাবসায়ীকে ৭ দিনের জেল ও ২শ’ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২১ শে ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবরেজিস্টার অফিসের সামনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলী হাসান। এ সময় মোঃ ফয়সাল হোসেন (২২) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীকে মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করা এবং সেবনের উদ্দেশ্যে মাদক সংরক্ষণ করার অপরাধে ২০০ টাকা অর্থদণ্ড ও ০৭ ( সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পড়েছেনঃ ১২৪