পুলিশ সুপারের নরসিংদী সরকারি কলেজ পরিদর্শন ও মতবিনিময় অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী সরকারি কলেজ পরিদর্শন করেছেন পুলিশ সুপার নরসিংদী, কাজী আশরাফুল আজীম, পিপিএম। বুধবার ২৩ ফেব্রুয়ারি নরসিংদী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়াসহ সকল প্রভাষকদের সাথে মতবিনিময় করেন সুপার। এ সময় নরসিংদী সরকারী কলেজের অধ্যক্ষ মহোদয়কে স্মারক প্রদান করেন পুলিশ সুপার। মতবিনিময় শেষে কলেজের পাঠদানের কক্ষ সমূহ পরিদর্শন করেন তিনি। কলেজ পরিদর্শনের সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাঁর সাথে উপস্থিত ছিলেন।