সিইএসসির অগ্রযাত্রার ২৪ বছর ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ (সিইএসসি)’র ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রেস বিজ্ঞপ্তিঃ চট্টগ্রাম সেনানিবাসস্থ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ(সিইএসসি) ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. সিইএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের চেয়ারম্যান জনাব কর্নেল মোহাম্মদ আলী হায়দার সিদ্দিকী, এসবিপি, এএফডবিøউসি,পিএসসি, এম ফিল। সকাল ১১ টায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগণ অনুষ্ঠাস্থলে পৌঁছান। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপরই প্রধান অতিথি অন্যান্য অতিথিগণকে নিয়ে প্রতিষ্ঠাবাষির্কীর কেক কাটেন। অধ্যক্ষ জনাব তানভীর হোসেন, পিএসসি, আইএনএফ সভাপতিত্তে¡ আলোচনা অনুষ্ঠানে স্মৃতিচারণ করে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি জনাব ডা. রিজওয়ান সাদিক চৌধুরী। এরপরই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন ক্লাশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠানের কর্মচারীরাও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্য শুরু করেন। তিনি বলেন ‘জীবনের জন্য শিক্ষা’ এই মূল মন্তব্যে পথ চলে আজ ২৪তম বছর পদার্পণ করেছে। একাডেমিক শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে সর্বোচ্চ সুবিধা থাকায় এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে ও আর্ন্তজাতিক পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। তিনি প্রতিষ্ঠানের ক্রমবর্ধমান সাফল্যে শিক্ষকদের ভূমিকার প্রসংশা করে বলেন শিক্ষকদের দায়বদ্ধতা সহকর্মীদের কাছে, সমাজের কাছে, দেশ ও জাতির কাছে, আগামী প্রজন্মমের কাছে তিনি বলেন শিক্ষক হচ্ছেন সভ্যতার ধারক ও বাহক। তিনি বলেন মানবিক বিপর্যয় বা বৈশ্বিক অর্থনৈতিক সংকটে আক্রান্ত হয়েও এ প্রতিষ্ঠানের শিক্ষকরা সামাজিক অর্থনৈতিক ও বুদ্ধিবৃত্তিক সমাজ নির্মাণে ভূমিকা রেখে প্রতিষ্ঠানটির আজকের সাফল্যের কারিগর হিসেবে শিক্ষকদের প্রসংশা করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু ভালো ছাত্র-ছাত্রী হলে চলবে না। সকলকে দেশপ্রেমিক মানবিক নাগরিক হয়ে উঠার জন্য কাজ করে যেতে হবে। এই প্রতিষ্ঠান তোমাদের সম্ভাবনার বীজ বপনের কাজটি করে যাচ্ছে আর তোমরা জীবনের সর্ব ক্ষেত্রে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে তাকে বট বৃক্ষে পরিণত করবে। তিনি আগামী দিনে এই বিশাল দক্ষ ও যোগ্যতা সম্পন্ন মানব সম্পদ সৃষ্টি করার আশাবাদ ব্যক্ত করেন।

অধ্যক্ষ জনাব তানভীর হোসেন, পিএসসি, আইএনএফ তার বক্তব্যে প্রধান অতিথিসহ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, পরিচালনা পরিষদের সুদক্ষ, শিক্ষকদের আন্তরিক এবং অক্লান্ত শ্রম, এবং অভিভাবকদের সচেতন সহযোগীতা এবং ছাত্র-ছাত্রীদের অদম্য অধ্যবসায় ও জীবনের জন্য শিক্ষা এই ¯েøাগানকে ধারণ করে সর্বপরি সংশ্লিষ্ট সকলের বিরামহীন নিখাদ প্রচেষ্টায় আজ এই প্রতিষ্ঠান সমগ্রদেশে অনন্য সাধারন প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই অর্জন গৌরবের এবং এ গৌরব আগামী দিনে অব্যাহত রাখার জন্য সম্মলিত প্রচেষ্টার আহবান জানান। পরিশেষে তিনি উপস্থিত সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। ছবি সংযুক্ত