
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চন্দ্রসোনারতাল হাওরে ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। বৃহস্পতিবার বিকালে উপজেলার চন্দ্রসোনারতাল বিভিন্ন হাওর রক্ষা বাঁধেরর কাজ পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মোছাঃ শামীমা আক্তার খানম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জনাব ফজলুর রশিদ, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মিজানুর রহমান, জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন,পানি উন্নয়ন বোর্ড সিলেটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস.এম. শহিদুল ইসলাম; অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস প্রমুখ।
পড়েছেনঃ ১০৪