
কক্সবাজার (পেকুয়া) প্রতিনিধি : আজ জাতীয় ভোটার দিবস। ‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে চতুর্থবারের মতো পালিত হচ্ছে এই দিবস।
দিবসটি উদযাপন উপলক্ষে কক্সবাজারের পেকুয়া উপজেলা নির্বাচন কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিক কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা ।
বর্ণিল আয়োজনে ভোটার দিবস পালনের পাশাপাশি হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নতুন ভোটার হতে প্রয়োজনীয় তথ্য ও সেবা মানুষের মাঝে পৌছে দিতে কাজ করে যাচ্ছে নির্বাচন অফিস।
পেকুয়া উপজেলা নির্বাচন অফিসার রেজাউল করিমের সভাপত্বিতে দিবটির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা । এসময় পেকুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ছালামত উল্লাহ, আজাদ মনসুর সহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিগন অংশ গ্রহন করেন