চট্টগ্রামে কুরিয়ারের কাভার্ডভ্যান থেকে ১০ লক্ষাধিক টাকার সেগুন কাঠ উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের ফৌজদার হাট ফরেস্ট চেক স্টেশন কর্তৃক প্রায় ১০ লাখ টাকা মুল্যের অবৈধ সেগুন রদ্দা কাঠ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার একটি কুরিয়ার সার্ভিসের কাভার্টভ্যান যোগে অভিনব কায়দায় পাচারের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল নামক এলাকা থেকে অবৈধ কাঠ বোঝাই কাভার্ডভ্যানটি আটক করে বন বিভাগ। বৃহস্পতিবার দুপুরে ফৌজদার স্টেশন কর্মকর্তা শাহানশাহ নওশাদ সত্যতা নিশ্চিত করে রাইজিংবিডিকে জানান, চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধূরীর নিজস্ব সোর্সের গোপন সংবাদের ভিত্তিতে ও নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে টিজিএক্স কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস এর একটি কাভার্ডভ্যান নং ঢাকা মেট্রো – ড-১২-১৯৯৭ আটক করে তল্লাসী চালানো হয়। এই সময় উক্ত কাভার্টভ্যানে কুরিয়ারের পণ্যের বদলে বিপুল পরিমাণ অবৈধ সেগুন রদ্দা কাঠ পাওয়া যায়। পরে কাঠসহ কাভার্টভ্যানটি জব্দ করে ফৌজদার হাট স্টেশন হেফাজতে নিয়ে আসা হয়। এই ঘটনায় উদ্ধারকৃত কাঠের আনুমানিক মুল্য প্রায় ১০ লাখ টাকা। এ ব্যাপারে বিভাগীয় বন মামলা দায়ের প্রক্রিয়াধীর রয়েছে।