
ডেস্ক রিপোর্ট : মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১১টায় নগরীর পাঁচলাইশ থানার পিলখানা এলাকার আলী বিন আলী মাদ্রাসার ভেতর থেকে মো. আরমান হোসেন (৯) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাদিকুর রহমান নিহত আরমান মুরাদপুরের মির্জাপুল এলাকার আব্বাস উদ্দিনের ছেলে।
পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, সকালে খবর পেয়ে পিলখানা এলাকার আলী বিন আলী মাদ্রাসা থেকে এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এর আগে গত ৫ মার্চ চট্টগ্রামের বোয়ালখালীর এক মাদ্রাসা থেকে শিশু শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
পড়েছেনঃ ১১৭