প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে চিটাগাং চেম্বার সভাপতি’র আরব আমিরাত যাত্রা

প্রেস বিজ্ঞপ্তি : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সফরসঙ্গী হিসেবে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম ০৭ মার্চ বিকালে বাংলাদেশ বিমানযোগে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)’র উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। সে দেশের উপ-রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে আয়োজিত বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্মেলনে প্রধানমন্ত্রীর সাথে ব্যবসায়ী
প্রতিনিধি হিসেবে তিনি অংশগ্রহণ করবেন।

সফরকালে চেম্বার সভাপতি মাহবুবুল আলম আন্তর্জাতিক নারী দিবস, এফবিসিসিআই ও দুবাই চেম্বারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, বাংলাদেশ ইকনোমিক ফোরাম, ইউএই বাংলাদেশ বিজনেস ফোরাম এবং জয়েন্ট বিজনেস কাউন্সিল স্বাক্ষর অনুষ্ঠান, একাধিক নেটওয়ার্কিং ডিনারসহ বিভিন্ন কার্যক্রমে যোগদান করবেন। সফরশেষে তিনি আগামী ১২ মার্চ রাতে দেশে ফিরবেন।