টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উদযাপন

টাংগাইল প্রতিনিধি : আজকে ৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’পালিত হচ্ছে টাংগাইল জেলা পুলিশ কার্যলয়ে ।অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকসহ উন্নয়নের সব ক্ষেত্রে নারীর সমান অংশীদারি এবং সম-অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারি-বেসরকারিভাবে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য হলো ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’।

টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে “আন্তর্জাতিক নারী দিবস-২০২২” দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি টাঙ্গাইল শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতি পৌর উদ্যান, টাঙ্গাইল প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালি শেষে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেড টাঙ্গাইলে দিবসটি উপলক্ষে নারীর প্রতি সব ধরনের বৈষম্যের অবসান ঘটিয়ে একটি সুখী ও সমৃদ্ধ বিশ্ব গড়ার প্রত্যয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. মোঃ আতাউল গনি, জেলা প্রশাসক, টাঙ্গাইল। সভায় সভাপতিত্ব করেন জনাব সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, টাঙ্গাইল।

এ সময় জনাব কাজী নুসরাত এদীব লুনা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), টাঙ্গাইল, জনাব মীর মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), টাঙ্গাইল, জনাব জয়ব্রত পাল, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) টাঙ্গাইল, জনাব মুহাম্মদ সরোয়ার হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), টাঙ্গাইল, মোছাঃ শাহিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল), টাঙ্গাইল সহ জেলা পুলিশের অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।