নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টাই দেশএগিয়ে যাচ্ছে: ইউএনও

মো. তাসলিম উদ্দিন, সরাইল( ব্রাহ্মণবাড়িয়া):  টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ ৮ মার্চ, মঙ্গলবার সরাইল উপজেলায় দিবসটি উদযাপন করা হয়। বিকাল ৪ টায় সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার সভাপতিত্ব করেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল হক মৃদুল,বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন,উপজেলা ভাইস চেয়ারম্যান মো.আবু হানিফ মিয়া,উপজেলা এলজিইডি প্রকৌশলী মোছা. নিলুফা ইয়াছমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা( অতিরিক্ত দায়িত্ব ) বিশ্বজিৎ দাস,শিক্ষিকা লাকী দেওয়ান, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান মোছা, আছমা আক্তার,এসআই মো.সাইফুল ইসলাম প্রমুখ।
সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিনের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল হক মৃদুল বলেন,নারীদের বাদ দিয়ে একটি দেশের সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। নারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে সর্বত্র। নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টাই দেশে এগিয়ে যাচ্ছে। ইউএনও মৃদুল বলেন, নারীরা স্বাবলম্বী হলে সমাজ থেকে অন্যায়-অবিচার দূর হবে। নারীর ক্ষমতায়ন শতভাগ নিশ্চিত করতে হলে নারীর প্রতি সহিংসতা, নারী- শিশু নির্যাতন, ইভ টিজিং ও বাল্যবিবাহ রোধে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। নারীরা পুরুষদের সহায়ক  মন্তব্য করে ইউএনও বলেন, সরকারের আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টায় যোগ্যতার প্রমাণ দিয়ে নারীরা এখন সব পেশায় প্রতিষ্ঠিত।তিনি আরো বলেন, নারীদের কারণেই দেশের গার্মেন্টস সেক্টর বিশ্বে সুনাম অর্জন করছে। সমাজকে এগিয়ে নিতে নারী-পুরুষকে একসঙ্গে কাজ করতে হবে। উদীয়মান অর্থনৈতিক দেশ হিসেবে গড়ে তুলতে পুরুষের পাশাপাশি নারীদেরও সমান দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবাই মিলে গড়ে তুলতে হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিভিন্ন শ্রেণী পেশার নারী, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বক্তাগণ নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন নারীদের সমান সুযোগ সৃষ্টি করতে পারলে দেশ ও জাতি উন্নয়নের শিখরে উঠে আসবে।