
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম(৫ম পর্যায়) ১ম সংশোধন’ শীর্ষক প্রকল্পের আওতায় নোখালী জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১০ মার্চ (বৃহস্পতিবার) নোয়াখালী কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের ফজলে আজিমের বাড়ীতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম(৫ম পর্যায়) ১ম
সংশোধন’ শীর্ষক প্রকল্পের আওতায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তাব্য রাখেন নোয়াখালী জেলা তথ্য সিনিয়ির তথ্য অফিসার মো. মামুন।
বৈঠকে করোনাভাইরাস সংক্রমণ রোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি গণমুখী বিশেষ উদ্যোগ, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ, যৌতুক, মাদক, গুজব, নারীর আত্মকর্মসংস্থান প্রভৃতি বিষয়ে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।এতে নারী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ স্থানীয় সংবাদকর্মী উপস্থিত ছিলেন।