সরাইলে আইনশৃঙ্খলা ও মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

মো.তাসলিম উদ্দিন সরাইল ( ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা শাহবাজপুর ইউনিয়ন পরিষদে আইন-শৃঙ্খলা ও মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।আজ(১০ মার্চ )বৃহস্পতিবার বিকাল চারটার দিকে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগ  শাহবাজপুর ইউপি চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার এ এসপি মো. আনিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন। শাহ কাইয়ুমের সঞ্চালনায় কোরআন পাঠ করেন, মাও. জানে আলম সিদ্দিকী, এসআই মো. জাহাঙ্গীর আলম এর উপস্থিতিতে আইনশৃঙ্খলা ও মাদক বিরোধী আলোচনা সভা ও বিট পুলিশিং কার্যক্রম পরিচালিত হয়। বক্তারা বলেন, এলাকায় মাদক, জুয়া, চুরি-ছিনতাই, ইভটিজিং,জঙ্গী,দাঙ্গা, বাল্য বিবাহ, কিশোর অপরাদ প্রতিরোধ করতে আলোচনা হয়। অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য আহবান করেন উপস্থিত বক্তাগণ।অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন, মো. মাহাবুর রহমান খান, শ্রী দীলিপ কুমার নাগ, শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম কালন, শ্রমিক নেতা মুনসুর আলী দানা মিয়া,একে, এম, বাবুল হক, মো. তাসলিমুর রহমানসহ ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।