বানিয়াচংয়ে ইজিবাইক চালকের লাশ উদ্ধার

বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে ইজিবাইক উল্টে চালক মিনহাজউদ্দিন কাপ্তান(৩২)এর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে জিলুয়া গ্রামের নিকট সোমবার (১৪ মার্চ) ভোর সাড়ে ৪টায়। দূর্ঘটনাস্থল থেকে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।এলাকাবাসী সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের বাঘ মহল্লার মৃত মোবারক আলীর পুত্র নিহত ব্যাক্তি মিনহাজ উদ্দিন কাপ্তান।পেশায় ইজিবাইক চালক মিনহাজ উদ্দিন ১ সন্তানের জনক। আড়িয়ামুগুর গ্রামের জলাশয় থেকে প্রতিদিন ভোরে মাছ সংগ্রহ করে সে মাছের আড়তে নিয়ে যেত।ঘটনার সময়ও সে তার ইজিবাইক নিয়ে মাছ সংগ্রহের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে একা একা রওনা দেয়। আড়িয়ামুগুর থেকে কিছুদূরে জিলুয়া গ্রামের নিকট পৌছলে ইজিবাইকটি রাস্তা থেকে ছিটকে নিচের খাদে পড়ে। ওই সময় ইজিবাইকের নিচে চাপা পড়ে চালক ঘটনাস্থলেই নিহত হয়। দূর্ঘটনাস্থল বানিয়াচং থানা ও আজমিরীগঞ্জ থানার সীমান্তবর্তী হওয়ায় উভয় থানার পলিশ ঘঠনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেন। খবর পেয়ে সার্কেল এসপি পলাশ রঞ্জন দে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ ব্যাপারে ইউপি সদস্য উজ্জ্বল মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান,৫ বোনের একমাত্র ছোটভাই মিনহাজ উদ্দন। তার বাবার মৃত্যুতে পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি হিসেবে পরিবারের হাল ধরেছিলো। তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়বে। আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম বলেন, পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই থানা পুলিশ লাশটি পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করেছে।