
মাহিম উদ্দীন মুন্না, হাটহাজারী: চট্টগ্রাম – খাগড়াছড়ি হাইওয়ে সড়কের ফরহাদাবাদের একটু দূরের ব্রীজের পাশে ঠিক রাস্তার মাঝেই উল্টোমুখ হয়ে পরেছিল যুবকের লাশ। পরে পুলিশে খবর দিলে লাশটি এসে উদ্ধার করে নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ি। শুক্রবার (২৪ ডিসেম্বর) ভোর সকাল ৬টার দিকে এক ড্রাইভার গাড়ি নিয়ে আসার সময় লাশটি দেখতে পেয়ে খবর দেয়। পরে পুলিশকে ব্যাপারটি অবগত করলে দ্রুত গিয়ে তারা লাশটি উদ্ধার করে নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। উদ্ধার হওয়া যুবকের নাম মোহাম্মদ ওয়াসিম (৩৪), সে চন্দনাইশের বাসিন্দা বলে জানা গেছে। এ ব্যাপারে নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মুক্তার হোসেন জানান, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে নিয়ে এসেছি। তার সাথে পাসপোর্ট ও এন আইডি কার্ড থাকাতে আমরা তার পরিচয় শনাক্ত করতে পেরেছি। তিনি আরও জানান, মাইজভান্ডার দরবার শরীফের ওরশে এসে যাওয়ার পথে এ ঘটনা ঘটতে পারে। তার কিছুটা মানসিক সমস্যা আছে বলে জেনেছি। তবে তিনি কিভাবে মারা যান তা এখনো জানা যায়নি।