
সুনামগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধুর জম্ম দিনে অঙ্গীকার, সকল শিশুর সমান অধিকার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জ্ম্ম বার্ষিকী ও জাতিয় শিশু দিবস উদযাপন অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জামালগঞ্জ উপজেলার প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানিয়ে উদ্ভোধনের শুভ সুচনা অনুষ্টিত হয়। শুভ উদ্ভোধন করেন- সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। উপজেলা মুক্তিযোদ্ধাদের মাঝে পোশাক বিতরণ করার পর বৃক্ষ রোপন করে জামালগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুল আলম কবির এর সঞ্চালনায়, প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বিশেষ অতিথি, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান বিনা রানী তালুকদার, জামালগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের, আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন,বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রাজ্জাক মাস্টার, জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত চৌধুরী। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, যুবলীগের আহবায়ক আবুল খয়ের, জেলা মহিলালীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা, হাওর বাচাও আন্দোলনের সভাপতি শাহানা আল আজাদ সহ সরকারী, বেসরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, যার জম্ম না হলে, স্বাধীনতা যুদ্ধ হতনা, যার জম্ম না হলে, স্বাধীন বাংলাদেশ হতনা, সেই হাজার বছরের শ্রেষ্ট বাংঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধুর ১০২ তম জম্মদিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর কারণে দেশ স্বাধীন হয়েছে, আমরা পেয়েছি, লাল সবুজের পতাকা সেই মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধাঞ্জলী। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।