নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদ্যসদের নিয়ে প্রীতি সম্মেলন ও ভোজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২০ মার্চ জেলা পুলিশ, নরসিংদীর আয়োজনে পুলিশ লাইন্স মেস-এ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের অংশগ্রহণে প্রীতি সম্মিলন ও ভোজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলার নিয়োগে বোর্ডের সভাপতি পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম। প্রীতি সম্মিলন ও ভোজে নিয়োগ বোর্ডের সদস্যগণসহ টিআরসি নিয়োগে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন।
পড়েছেনঃ ৮১