
শ্রীমঙ্গল প্রতিনিধি: পবিত্র রমজান মাসকে সামনে রেখে মৌলভীবাজার জেলার সদর থানার চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রবিবার (২০মার্চ) থেকে বৃহস্পতিবার (৩১মার্চ) পর্যন্ত প্রথম ধাপে সাশ্রয়ীমূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) র মাধ্যমে পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নেছার আহমদ, মাননীয় সংসদ সদস্য ২৩৭, মৌলভীবাজার ৩, এসময় আরো উপস্থিত ছিলেন মীর নাহিদ আহসান, জেলা প্রশাসক মৌলভীবাজার, মোহাম্মদ জাকারিয়া, পুলিশ সুপার মৌলভীবাজার ও মৌলভীবাজার সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা সাবরীনা রহমান। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত দেশব্যাপী ১ কোটি নিম্নআয়ের পরিবারের মধ্যে সাশ্রয়ীমূল্যে টিসিবির পণ্য বিক্রয়ের আওতায় মৌলভীবাজারে ১০ হাজার পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এ পণ্য বিক্রয় করা হবে।