আ জ ম নাছির উদ্দীন রাত্রিকালীন অলিম্পিয়াডে বার ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রেস বিজ্ঞপ্তি: আন্দরকিল্লা শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে আ জ ম নাছির উদ্দীন রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টে নগরের ৩২টি দল অংশ গ্রহণ করছে।  ২৬ ডিসেম্বর সন্ধ্যায় আন্দরকিল্লা মুসলিম এডুকেশন সোসাইটি উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) সহসভাপতি ও বিসিবি ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান সাবেক মেয়র চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন টুর্নামেন্ট উদ্বোধন করেছেন। আন্দরকিল্লা শেখ রাসেল স্মৃতি সংসদ সভাপতি জাবেদুল আলম সুমনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইকবাল হাসান, যুগ্ম সম্পাদক দিদারুল আলম, রাজিব শাহরিয়ার রুবেন্স, মিথুন মল্লিক, ওয়াহেদ রাসেল বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন হারুনুর রশীদ সানি ও আরিফুর রহমান সুমন।