বাকাসস চট্টগ্রাম জেলা শাখার কমিটি গঠনঃ উদয়ন-সভাপতি ও আরিফ-সম্পাদক

প্রেস বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) চট্টগ্রাম জেলা শাখার এক সাধারণ সভা গত ২১ মার্চ সোমবার সন্ধ্যা ৭টায় নগরীর কে.সি.দে ইনস্টিটিউটে (অফিসার্স ক্লাব) সংগঠনের কর্মকর্তা স্বপন কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে উদয়ন কুমার বড়–য়াকে সভাপতি ও এস.এস আরিফ হোসেনকে সাধারণ সম্পাদক করে ২০২২- ২০২৪ সালের জন্য ২৩ সদস্য বিশিষ্ট বাকাসস’র কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি প্রদীপ কুমার চৌধুরী, সহ-সভাপতি মোঃ আবদুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নিউটন বড়–য়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ সবদের হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুল মুহাম্মদ কাদের, সহ-সাংগঠনিক সম্পাদক অরুণ কান্তি মল্লিক, অর্থ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, দপ্তর সম্পাদক দেবাশীষ রুদ্র, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পুৃতুল দত্ত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আলী হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সফিউল আলম, প্রচার সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা শাপলা দাশ গুপ্ত, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা সুফিয়া বেগম, কার্যনির্বাহী সদস্য স্বপন কুমার দাশ, স্বদেশ শর্মা, মোঃ আলী আজম খান, মোঃ নুরুচ্ছফা, মহিউদ্দিন আহমেদ, মোঃ শামসুল আলম ও সাইফুর রহমান।