দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে জেলা প্রশাসককে চট্টগ্রাম মহানগর বিএনপির স্মারকলিপি

প্রেস বিজ্ঞপ্তিঃ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির প্রতিবাদে সারাদেশ ব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়। চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, ইস্কান্দার মির্জা ও আবদুল মান্নানের নেতৃত্বে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী বেগম স্মারকলিপি গ্রহন করেন। এসময় বিএনপি নেতৃবৃন্দ চাল ডাল তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এবং নিত্য পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহবান জানান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী বেগম এ বিষয়ে কার্যকর প্রদক্ষেপ গ্রহন করার আশ্বাস দেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন জিয়া, মাহবুব আলম, এড. মফিজুল হক ভূঁইয়া, নাজিম উদ্দীন আহমেদ, আবুল হাসেম, আনোয়ার হোসেন লিপু, গাজী মো. সিরাজ উল্লাহ, মনজুর আলম চৌধুরী মনজু, কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মন্জুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, আকবর শাহ থানা বিএনপির সাধারণ সম্পাদক মাঈনুউদ্দীন চৌধুরী মাঈনু, মহানগর বিএনপি নেতা আবদুল হালিম স্বপন, মো. ইদ্রিস আলী, দিদারুল আলম, নকিব উদ্দীন ভূঁইয়া, ইউসুফ শিকদার, হাজী নুরুল হক প্রমূখ।