
ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার পোর্ট লিংক রোড থেকে জেএমবির সদস্য ও পুলিশ বক্সে বোমা হামলার ঘটনার ‘মাস্টারমাইন্ড’ মো. সেলিমকে (৩৩) গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) ভোররাতে তাকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার (ডিসি) ফারুক উল হক। তিনি বলেন, ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি ২ নম্বর গেট পুলিশ বক্সে বোমা হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি মো. সেলিমকে গ্রেফতার করা হয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
ডিসি আরো বলেন, জেএমবির সামরিক কমান্ডার মো. সেলিমকে বাংলাবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ২ নম্বর গেইট পুলিশ বক্সে বোমা হামলার ঘটনার মাস্টারমাইন্ড ছিল সেলিম। পাঁচদিনের রিমান্ড আবেদনসহ তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার মো. সেলিম লোহাগাড়া থানার জঙ্গল পদুয়া এলাকার মৃত আবু তালেবের ছেলে। কাউন্টার টেরোরিজম ইউনিট সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি ২ নম্বর গেট পুলিশ বক্সে বোমা হামলার ঘটনার ঘটে। এ ঘটনার মামলায় ইতোমধ্যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে ৯ জন আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন। ৮ জন আসামি সেলিমের নাম ও সংগঠনে তার ভূমিকার বিষয়ে জবানবন্দিতে বলেছেন। তাই ধারণা করা হচ্ছে, পুলিশ বক্সে হামলার মাস্টারমাইন্ড ছিলেন মো. সেলিম।