রুমা উপজেলায় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি এবং সর্বগ্রাসী দুর্নীতি প্রতিবাদে প্রতিকী অনশন

নিলিয়ান বম, রুমা (বান্দরবান): বান্দরবানে রুমা উপজেলায় বিএনপির আয়োজনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি এবং সর্বগ্রাসী দুর্নীতি প্রতিবাদে প্রতিকী অনশন কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার (৩১ মার্চ) রুমা উপজেলা বিএনপি কার্যালয় সামনে এ প্রতিকী অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। রুমা উপজেলা বিএনপি সভাপতি জিংসমলিয়ান বম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইদ্রিছ মিয়া, সাংগঠনিক সম্পাদক লুপ্রু মারমা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভানরৌপুই বম এদের নেতৃত্বে সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে প্রতিকী অনশন কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদে প্রতিকী অনশন কর্মসূচির পালন কালে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, সহযোগী অঙ্গসংগঠন সহ রুমা উপজেলায় সর্বত্র জনসাধারণ অংশ গ্রহন করেন। উপজেলা বিএনপির কার্যালয়ের সম্মুখে ঘন্টা ব্যাপী প্রতিকী অনশনে বক্তারা বলেন দেশ দিন দিন দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের জনগনকে এই দুর্দশা থেকে বাঁচাতে স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে বিএনপির সকল নেতা কর্মীকে এক হওয়ার আহবান জানান।

বক্তব্যরা আরও জানান, রুমা উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক ইদ্রিছ মিয়া ও সাংগঠনিক সম্পাদক লুপ্রু মার্মা জানান সামনে পবিত্র মাহে রমজান মাস। সারা দেশে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রির দাম দিন দিন বাড়তে থাকে। এতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র জনসাধারণ মানুষের ক্রয় ক্ষমতার হারিয়ে যাচ্ছে। জনসাধারণের কাছে দুর্ভিক্ষ ছাড়া আর কিছুই হতে পারেনা। এ ধারাবাহিকতায় বর্তমানে রুমা বাজার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য লাফিয়ে বাড়চ্ছে। কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির ধারাবাহিতায় রুমা উপজেলা বিএনপি উদ্যোগে প্রতিকী অনশন কর্মসূচি পালিত হয়।