সরাইলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মো.তাসলিম উদ্দিন, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা নির্বাহ অফিসার ( ইউএনও)মো.আরিফুল হক মৃদুল। এ সময় উপস্থিত ছিলেন,সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ফারহানা নাসরিন, সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোছা.নিলুফা ইয়াছমিন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন,সরাইল সদর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল জব্বার,শাহবাজপুর ইউপি চেয়ারম্যান খায়রুল খোদা চৌধুরী, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান মোছা.আছমা বেগম, চুন্টা ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন মিয়া,কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. সায়েদ মিয়া,উপজেলা শিক্ষা অফিসের সহকারী কর্মকর্তা মো,নজরুল ইসলামসহ সরাইল উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।সভায় সরাইল আইন- শৃংখলা পরিস্থিতি ভালো থাকায় সভাপতি সন্তোষ প্রকাশ করেন।সরাইলে সবুজ প্রকল্পের সেচের পানি,মাদক,নিয়ে বিশদ আলোচনা করেন উপস্থিত বক্তারা। পরে একই স্থানে পবিত্র রমজানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।