রাউজান প্রতিনিধিঃ রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারের পশ্চিমে কালাপুল নামক স্থানে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করে যানা যায় পিকআপ-মুখোমুখি সংঘর্ষে এক মহিলা ঘটনাস্থলে নিহত হয়, এতে তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৯ ডিসেম্বর ) সন্ধ্যা ৭ টার দিকে এঘটনা ঘটে। যানা নায় নিহত মহিলা রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামের নাপিত পুকুরিয়া এলাকার মৃত মো. সাহাবুল আলমের স্ত্রী সাজিয়া খাতুন (৫৫)। আহতরা হলেন জালাল আহমেদের স্ত্রী জুলেখা আক্তার, নজরুল ইসলাম স্ত্রী জিকু আক্তার ও মৃত আহমেদ মিয়ার পুত্র মো. আজগর। এরা প্রত্যেকেই একই এলাকার বাসিন্দা।
নিহত মহিলার নাতি মোহাম্মদ শাহজাহান জানান, তিনি প্রতিবেশী এক অন্তস্বসত্ত্বা গৃহবধূর সাথে চট্টগ্রাম মেডিকেলে যাচ্ছিলেন৷ তিনি ২ ছেলে এক মেয়ে সন্তানের জননী। প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক হানিফ বলেন, পাহাড়তলী বাজারমুখী একটি দ্রুতগামী পিকআপ (চট্ট মেট্রো -ন ১১-৭১১৩) ওভারটেক করার সময় পথেরহাটমুখী সিএনজি চালিত একটি অটোরিকশার (চট্টগ্রাম -থ ১৪-৫৩৭৫) সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে একজন মহিলা নিহত হন। আহত অপর ৩ যাত্রীকে উদ্ধার করে পথেরহাটের পাইওনিয়ার হাসপাতালে প্রেরণ করি। তারা সেখানে চিকিৎসাধিন আছেন।
ঘটনার পর স্থানীয়রা পিকআপটি তাড়া করে পাহাড়তলী বাজারের পশ্চিম দিক হতে চালক সহ আটক করে পুলিশের নিকট হস্তান্তর করেন। আটক চালক টেকনাফ উপজেলার শামসুল আলমের পুত্র মো. আলম (৩০)। নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক জয়নাল আবেদীন সময়ের নিউজ কে বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি লাশ উদ্ধার করে সুরতহালের জন্য মর্গে প্রেরণ করেছি। এই ঘটনায় অপর তিনজন আহত হয়েছেন। এরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। পিকআপ চালকসহ গাড়ি দুটি আমাদের হেফাজতে রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।