চট্টগ্রামে পাসের হার ৯১ দশমিক ১২ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১২ হাজার ৭৯১ শিক্ষার্থী

ডেস্ক রিপোর্টঃ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় ১ হাজার ৭৬টি স্কুলের ১ লাখ ৫৮ হাজার ৬৩৬ জন অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৪৪ হাজার ৫৫০ জন। তিনি আরও বলেন, পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৬৭ হাজার ১৭১ জন ও ছাত্রী ৭৭ হাজার ৩৭৯ জন। আর পাসের হার ৯১ দশমিক ১২ শতাংশ। যা গত বছরের তুলনায় ৬ দশমিক ৩৭ শতাংশ বেশি। এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জিপিএ ৫ পেয়েছে সর্বমাট ১২ হাজার ৭৯১ শিক্ষার্থী। গত বছরের তুলনায় এ সংখ্যা ৩ হাজার ৭৮৩ বেশি। জিপিএ ৫ পাওয়াদের মধ্যে ৫ হাজার ৩৮২ জন ছাত্র; ৭ হাজার ৪০৯ জন ছাত্রী।

নারায়ন চন্দ্র নাথ বলেন, সব সূচকেই এ বছর পরীক্ষার্থীরা বিগত বছরের তুলনায় ভালো ফল করেছে। জিপিএ ৫ এর সংখ্যা বাড়ানোয় বেশিরভাগ অবদান রেখেছে ছাত্রীরা। তাদের জিপিএ ৫ বৃদ্ধি পেয়েছে গত বছরের তুলনায় ২ হাজার ৬৪৬ টি। এটি নারী শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে অভাবনীয় সাফল্য। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় সারাদেশে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ। গত বছর এসএসসি পরীক্ষায় ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।