সুবর্ণচরে মাদ্রাসা শিক্ষক কর্মচারী বার্ষিক সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: “শিক্ষকদের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো সারাক্ষণ ” এই স্লোগানকে সামনে রেখে সুবর্ণচর উপজেলায় কর্মরত মাদ্রাসা শিক্ষক কর্মচারী সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার (৩০শে ডিসেম্বর) সকাল ১০:টায় চর জুবিলী রব্বানীয়া ফাযিল মাদ্রাসার মিলনায়তনে শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে ও প্রফেসর মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠান আরম্ভ হয়। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আঃলীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার চৈতি সর্ববিদ্যা, নোয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা হাফেজ অহিদুল হক,আয়েশা (রা:) মহিলা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা এ কে এম রুহুল আমিন কামাল,চর জুবিলী রব্বানিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব একেএম অজি উল্লাহ। এছাড়া ও উক্ত বার্ষিক সভায় উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলার মাদ্রাসা শিক্ষক কর্মচারী সমিতির সেক্রেটারি দুলাল মিয়ারহাট ইসলামীয়া আজিজিয়া দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা সায়েদুল হকসহ বিভিন্ন মাদ্রাসার সুপার সহ-সুপারবৃন্দ।বার্ষিক সভায় উপজেলার ইবতেদায়ী, দাখিল, আলিম ও ফাজিল মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠার পর থেকে এই সংগঠন ৪র্থ ও ৭ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা নিয়ে আসতেছে, মৃত্যুবরণকারী শিক্ষকের পরিবারকে এই সংগঠনের পক্ষ থেকে ১০ হাজার টাকা দেয়া হয়,অবসরপ্রাপ্ত শিক্ষককে ১০ হাজার টাকা দেয়া হয়, অসুস্থ শিক্ষক-কর্মচারীকে ৫০০০ টাকা আর্থিক সহযোগিতা দেয়া হয়। বার্ষিক সভা শেষে শিক্ষক কর্মচারীর প্রত্যক্ষ ভোটে অধ্যক্ষ আলহাজ্ব আবদুর রহমান সভাপতি ও সুপারিন্টেনডেন্ট মাওলানা সায়েদুল হক সেক্রেটারি নির্বাচিত হয়।