
ডেস্ক রিপোর্টঃ চট্টগ্রাম ৩০ ডিসেম্বর ২০২১ বায়েজিদ স্পোর্টিং ক্লাবের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং মুজিব শতবর্ষ ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সেনা বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান ২০২১ নগরীর বায়েজিদ আবাসিক রোডের সুলতানী মন্জিল মার্কেটের সম্মুখে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বায়েজিদ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক এ,জে,পন্টির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাবউদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু,মহানগর আওয়ামী লীগের সদস্য হাজী বেলাল আহমেদ, সাবেক ছাএনেতা রায়হান ইউসুফ,লাল খাঁন বাজার ওয়ার্ড আওয়ামী নেতা আনিসুর রহমান, বক্সিরহাট আওয়ামী লীগ নেতা এস,এম,মামুন,যুবলীগ নেতা আবু মোহাম্মদ মহিউদ্দিন, যুবলীগ নেতা দিদারুল আলম দিদার,আব্দুল কুদ্দুস বাপ্পি,সহ জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাএলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান তার বক্তব্যে বলেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজম্মকে জানাতে হবে। সেই কারণেই মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন সহ তাদের জীবন বাজি রেখে যে অবদান রেখে গেছেন সে দীক্ষায় দিক্ষিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে।এ কারনে চট্টগ্রামের মুক্তিযোদ্ধাদের ভূমিকা অনন্য। অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট ও জায়নামাজ উপহার সামগ্রী প্রদান করা হয়।