বাদুরতলা ব্যবসায়ী সমিতির উদ্যোগে সিএনজি শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রি বিতরণ

প্রেস বিজ্ঞপ্তিঃ নগরীর বহদ্দারহাট বাদুরতলা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ মোতালেবের পক্ষ থেকে সিএনজি অটোরিকশা চালকদের মাঝে রমজানের নিত্য প্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (৪এপ্রিল) সন্ধ্যায় নগরীর বাদুরতলা আরাকান হাউজিং সোসাইটির সম্মুখে এসব খাদ্য সামগ্রি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বহদ্দারহাট বাদুরতলা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সভাপতি জাহেদুল আলম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, দিদারুল আলম আকা,সহ সিএনজি চালক ও সমিতরি সদস্যরা। এ সময় বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উর্ধগতির কারণে মানুষ মানবেতর জীবন যাপন করছে। অনেকে মুখ খুলে সাহায্যের কথা বলতে পারলেও, অনেকে বলতে পারছেন না চক্ষুলজ্জায়। তাই সমাজের বিত্তবানরা যদি এম এ মোতালেব সাহেবদের মতো নীরবে অসহায় মানুষদের পাশে এগিয়ে আসে তাহলে সাময়িক হলেও কিছু মানুষ অন্ধাসঢ়;হারে থাকবে না। তাই দলমত নির্বিশেষে সকলের উচিত রহমতের মাসে সওয়াবের উদ্যোশ্যে অসহায়ূ মানুষের পাশে দাড়ানো।