
প্রেস বিজ্ঞপ্তিঃ চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেছেন, বাংলাদেশে রাজনীতির নামে অপরাজনীতি, শাসনের নামে অপশাসন চলছে। বিরোধী দলের নেতাকর্মীরা প্রতিনিয়িত রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আসলাম চৌধুরী। বর্তমানে ক্ষমতা দখলদার সরকার অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করতে আদালত-পুলিশকে অন্যায়ভাবে ব্যবহার করছে। একটা জামিন নিলে অন্য মামলা দিয়ে জামিন প্রক্রিয়াকে দীর্ঘায়িত করা হচ্ছে। আইনের শাসনের নামে বেআইনিভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গুম-খুন-মিথ্যা মামলা দিচ্ছে, মানুষকে জেলে ভরে রাখছে। এই অপশাসনের উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আসলাম চৌধুরী।
আসলাম চৌধুরীকে মামলা দিয়ে, আদালতে সময়ের আবেদন করে, নানা কৌশলে জেলে রাখছেন। তিনি সরকারকে এই প্রক্রিয়া থেকে সরে আহবান জানিয়ে আসলাম চৌধুরীর নাগরিক অধিকার ফিরিয়ে দিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। তিনি আজ বৃহস্পতিবার (৭এপ্রিল২০২২) দুপুরে নগরীর অলংকার মোড়ে কারাবন্দি বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী’র পক্ষ থেকে মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক এস এম জিয়া উল হুদা (শাহরিয়ার জিয়া) সার্বিক তত্ত্বাবধানে পবিত্র মাহে রমজান উপলক্ষে মসজিদের ইমাম মুয়াজ্জিন ও সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন,বর্তমান ক্ষমতা দখলদার সরকার সম্পুন্ন জনবিচ্ছিন্ন ও অমানবিক সরকার। জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা না থাকায় পবিত্র রমজান মাসে সরকারী সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য আকাশচুম্বি। মানুষ পরিবার পরিজনের ভরণপোষণ মিটাতে দিশেহারা হয়ে পড়েছে। বিএনপির জনগনের দুঃখ দুর্দশা লাঘবের লক্ষ্যে রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন করছে। সরকার সে আন্দোলনেও বাধা দিচ্ছে। রমজান মাসেও বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে রাজপথ রক্তাক্ত করেছে। এই জলুমবাজ ও জনবিচ্ছিন্ন সরকারকে দেশের মানুষ ক্ষমতায় দেখতে চায়না।
উপহার সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন সীতাকুন্ড থানা বিএনপির আহবায়ক ইসহাক কাদের চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন, আকবরশাহ থানা বিএনপির সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন চৌধুরী, নগর স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি শহীদুল্লাহ বাহার, নগর যুবদলের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, বিএনপি নেতা আবদুল মোনায়েম প্রমূখ।