দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড়ে বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি : বিএনপিকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার লক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক পুনর্গঠন টিমের (কোতোয়ালি, বাকলিয়া ও চকবাজার থানা) অধীনে ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড়ের ফরম পুরন ও সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকালে নগরীর চর চাক্তাই আমীর ফোরকানিয়া মাদ্রাসা মাঠে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন টিমের আহবায়ক ও মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এমএ আজিজ।

এসময় এম এ আজিজ বলেন, বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। জনগণের আস্তার ঠিকানা এই বিএনপিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার লক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম মহানগরীর ইউনিটে ইউনিটে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বৃহত্তর বাকলিয়া এলাকা বিএনপির দুর্ভেদ্য ঘাটি। দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড়ে  বিএনপির সমর্থক ও নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে সদস্য সংগ্রহ অভিযানে অংশ গ্রহণ করেছে। সদস্য সংগ্রহ অভিযানের প্রথম দিনে চার শতাধিক নেতাকর্মী প্রাথমিক সদস্য ফরম পুরন করেন। ধারাবাহিকভাবে চট্টগ্রাম মহানগরীর প্রতিটি ওয়ার্ড়ে সদস্য সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে। এরপর গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠন করা হবে ইউনিট, ওয়ার্ড় ও থানা কমিটি।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম, টিমের সদস্য আবদুস সাত্তার সেলিম, মামুনুল ইসলাম হুমায়ুন, মনোয়ারা বেগম মনি, মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা ও দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড়ের সভাপতি হাজী নবাব খান, মহানগর বিএনপি নেতা ইসহাক চৌধুরী আলীম, এম আই চৌধুরী মামুন, এস এম সেলিম, ওয়ার্ড় বিএনপির সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী নাজিম, বিএনপি নেতা মামুনুর রশীদ মামুন, মন্জুরুল আলম, হাজী মো. ইউনুছ, নাজিমুল হক নাজু, আসাদুর রহমান টিপু, ইয়াকুব খান বাবু, জসিম উদ্দীন প্রমূখ।