রাউজানে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ফজলে চৌধুরী  করিম এম.পি

রাউজান প্রতিনিধি : রাউজানে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি। ১৪ এপ্রিল বৃহস্পতিবার রাউজান উপজেলা সদরের মুন্সির ঘাটায় সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মোঃ সাইদুল ইসলাম এর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এসব সামগ্রী প্রদান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন, রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মইনুদ্দিন জামাল চিশতী, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হাসান সাকিব, অনিক ভট্টাচার্য, তারেক হাসান, রিফাদুল ইসলাম, শরীফুল ইসলাম, নোমান বিন আজিজি, মোঃ মিজানুর রহমান, মাসুম চৌধুরী, মোহাম্মদ নাহিদ, তামিম সিকদার সাইফ, মোঃ শাকিল, মোরশেদুল আলম, তানভীর হায়দর প্রমুখ।