আজ সারা বিশ্বে খ্রীষ্টধর্মীয়দের   ” পূণ্য শুক্রবার “

 বান্দরবান থানছি উপজেলা প্রতিনিধি:  সারা বিশ্বের খ্রীস্টধর্মের পালিত হয়েছে যীশুখ্রীষ্টের মৃত্যুর দিন। আজ খ্রীষ্টধর্মালম্বীদের “পূণ্য শুক্রবার” এ দিনে বিকেল ৩ ঘটিকায় সময়ের প্রাণ ত্যাগ করে যীশুখ্রীষ্টের মৃত্যুর বরণ করেন।তখন সাতটি বানী আদেশ দেন পৃথিবীর সমস্ত সমগ্র জাতি মানুষের পাপের প্রায়শ্চিত্তের জন্য তিনি এই দিনের মৃত্যুর বরণ করেন।
আমরা জানা এবং জেনেছি, যীশুকে ক্রুশবিদ্ধ করা হল, তিনি প্রাণ ত্যাগ করলেন, তাঁকে সমাধিস্হ করা হল অর্থাৎ পৃথিবীর মানব জীবনের সব কিছুই এক কথায় ফুরিয়ে গেল। যীশুর প্রচলিত ধর্মের সমস্ত আশা সূচনাতেই নির্ম্মুল হয়েছে। শত্রুরা সকলেই নিশ্চিত। বাহ্য দৃষ্টিতে সব কিছু শেষ হয়েছে। শিষ্যেরা তাদের গুরু যীশুর প্রতি যাজকদের ও জনতার নিষ্ঠুরতার দেখে ভয়ে বিরল হয়ে উপরের কুঠরীতে আশ্রয় নিয়েছেন।তাদের চারদিকে অন্ধকার। তখন তারা কি করবেন এই চিন্তায় অবসন্ন ও হতবুদ্ধি হয়ে পড়েছেন। গৃহে প্রত্যার্বত্তন করাও তো লজ্জা এবং এই চিন্তায় মগ্ন। এদিকে যিহুদীদের বিশ্রামবার শেষ হলে সপ্তাহের প্রথম দিনের অতি প্রতু্‍ষে মগ্দ্বলীনী মরিয়ম ও অন্যান্য কয়েকজন স্ত্রীলোক যীশুর দেহের গন্ধদ্রব্য মাখাবার জন্য সমাধীর উদ্দেশ্য রওনা করলেন। পথে যেতে যেতে তারা যীশুর কবরের মুখে যে বিরাট পাথরখানা আছে তা সরাবার বিষয়ে চিন্তা ও আলোচনা করছিলেন।
পরে স্ত্রীলোকেরা কবরের নিকটে গিয়ে পাথরখানা সরান দেখে এবং সেখানে স্বর্গদূতকে দেখে বিস্মিত ও ভীত হলেন। সেই দূত স্ত্রীলোকদের বললেন, তোমরা ভয় করো না, আমি জানি যে তোমরা ক্রুশে হত যীশুর অন্বেষণ করছ। তিনি এখানে নাই। তিনি উঠেছেন। তোমরা শীগ্রই গিয়ে শিষ্যদের বল যে তিনি মৃত মধ্য হ’তে উঠেছেন।
তিনি সাতটি বানী পবিত্র বাইবেলের সুস্পস্থ বলেন,
প্রথম বানীঃ—-
তখন যীশু বললেন, ” পিতা, এদের ক্ষমা কর, কারণ এরা কি করছে তা জানে না।” তারা গুলিবাঁট করে যীশুর কাপড় – চোপড় নিজেদের মধ্যে ভাগ করে নিল। লুক ২৩ঃ৩৪ পদ।
দ্বিতীয় বানীঃ—-
উত্তরে যীশু তাকে বললেন,” আমি তোমাকে
সত্যি বলছি, তুমি আজকেই আমার সংগে পরমদেশে উপস্থিত হবে। ” লুক ২৩ঃ৪৩ পদ।
তৃতীয় বানীঃ—-
যীশু তাঁর মাকে এবং যে শিষ্যকে ভালবাসতেন তাঁকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। প্রথমে তিনি মাকে বললেন, ” ঐ দেখ, তোমার ছেলে। ” তার পরে সেই শিষ্যকে বললেন, ” ঐ দেখ, তোমার মা।” তখন থেকেই সেই শিষ্য যীশুর মাকে তাঁর নিজের ঘরে নিয়ে গেলেন। যোহন ১৯ঃ২৬-২৭ পদ।
চতুর্থ বানীঃ—-
বেলা তিনটার সময় যীশু জোরে চিৎকার করে বললেন, ” এলোই, এলোই, লামা শবক্তানী, ” অর্থাৎ ” ঈশ্বর আমার, ঈশ্বর আমার, কেন তুমি আমাকে ত্যাগ করেছ?” মার্ক ১৫ঃ৩৪ পদ।
পঞ্চম বানীঃ—-
এর পরে সব কিছু শেষ হয়েছে জেনে পবিত্র শাস্ত্রের কথা যাতে পূর্ণ হয় সেই জন্য যীশু বললেন, ” আমার পিপাসা পেয়েছে। ” যোহন ১৯-২৮ পদ।
ষষ্ঠ বানীঃ—-
যীশু সেই সির্কা খাও – য়ার পরে বললেন, “শেষ হয়েছে । ” তারপর তিনি মাথা নীচু করে তাঁর আত্মা সমর্পণ করলেন। যোহন ১৯-৩০ পদ।
সপ্তম বানীঃ—-
যীশু চিৎকার করে বললেন, ” পিতা,আমি তোমার হাতে আমার আত্মা তুলে দিলাম। ” এই কথা বলে তিনি প্রাণত্যাগ করলেন। লুক ২৩ঃ৪৬ পদ।
তাই আজ এই দিনের প্রভুর যীশুখ্রীষ্টের মৃত্যুর দিনকে স্বরণীয় করে সারা বিশ্বে প্রতিটি গীর্জায় এই সাতটি বানী পবিত্র শাস্ত্রের বাইবেলের পাঠ করা হয়।