চট্টগ্রাম জেনারেল হাসপাতাল রোগী কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল রোগী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা আজ ১৬ এপ্রিল ২০২২ শনিবার সন্ধ্যায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ও হাসপাতাল রোগী কল্যাণ সমিতির সভাপতি ডা. সেখ ফজলে রাব্বি। রোগী কল্যাণ সমিতির অর্থ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলের আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেনারেল হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উদ্দিন। অন্যান্যের মধ্যে
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, সিডিএ’র বোর্ড সদস্য মুহাম্মদ আলী শাহ, সিলেট সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোঃ শহিদুল ইসলাম, চট্টগ্রাম সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ওয়াহিদুল আলম, সহকারী পরিচালক আফতাব উদ্দিন, নারী নেত্রী জেসমিন সুলতানা পারু, এডভোকেট বাসন্তী প্রভা পালিত, চমেক হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা অভিজিৎ সাহা, রোগী কল্যাণ সমিতির
সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান মিন্টু, নির্বাহী সদস্য জিয়া উদ্দিন খালেদ চৌধুরী, আজীবন সদস্য অধ্যাপক নঈম কাদেরী, মোহাম্মদ হাবিব উল্ল্যাহ, সাংবাদিক তাপস কুমার নন্দী, সাংবাদিক রনজিত কুমার শীল, সাংবাদিক সুজিত কুমার দাশ,  নান্টু বড়–য়া, রোগী কল্যাণ সহকারী মোঃ গিয়াস উদ্দিন প্রমূখ।

ইফতার মাহফিলে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন অধ্যাপক নঈম কাদেরী। ইফতার মাহফিলের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ও
হাসপাতাল রোগী কল্যাণ সমিতির সভাপতি ডা. সেখ ফজলে রাব্বি পবিত্র মাহে রমজানের তাৎপর্য্য তুলে ধরে হাসপাতালের গরীব-অসহায় রোগীদের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার আহবান জানান। ইফতারের পূর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।