
ফারহান সিদ্দিক :ফারহান সিদ্দিক :- চট্রগ্রামে সীতাকুণ্ড পৌরসভার ৪ নং ওর্য়াড যুবলীগের সভাপতি দাঊদ সম্রাট হত্যামামলার মূল আসামি মামুনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গতকাল শুক্রবার (১৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড পৌরসভার ভূঁইয়ার পাড়া এলাকায় থেকে দুপুর ১:৩০ মিনিটে মামালার এজাহারনামীয় আসামি মো: মামুন প্রকাশ (ডাকাত মামুন) পিতা :- নূর মেস্তাফা সাং -বাতালিয়া, থানা -মীরসরাই এবং মো: নূর উদ্দিন(২৫), পিতা – মৃত নূরুল ইসলাম মধ্যম মহাদেবপুর। দুইজনকে গ্রেপ্তার করে র্যাব -৭।পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে যে, তারা সম্রাট হত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিলো। গত ৩১ ডিসেম¦র ২০১৮ খ্রিঃ তারিখে বিকাল ০৩.৪০ ঘটিকায় চট্টগ্রাম জেলার সীতাকুন্ড ৪ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি দাঊদ সম্রাটকে দুস্কৃতিকারী হত্যার করলে, উক্ত ঘটনায় তাঁর মা জেবুন্নেসা বাদী হয়ে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় ১৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং- ০১, তারিখ ০১ জানুয়ারি ২০১৯ ইং, ধারা- ১৪৩/৩৪১/৩২৪/৩২৫/৩০৭/৩০২/৫০৬(২)/৩৪, পেনাল কোড, জিআর নং ১/১৯। এই বিষয়ে যানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানা ওসি আবুল কালম আজাদ বলেন গতকাল র্যাব-৭ দুইজন হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করে সীতাকুণ্ড মডেল থানাকে হস্তান্তর করলে আমরা কারাগারে প্রেরণ করি।