রুমা ( বান্দরবান) : ঐতিহাসিক মুজিবনগর দিবসের এবং পটভূমি ও তাৎপর্যের উপর ভিত্তি করে ” ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের মধ্যেস্বাধীনতা ” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান রুমা উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৭এপ্রিল) বেলা ১১ টায় রুমা উপজেলা পরিষদ সভা কক্ষে শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মার্মা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্যের বক্তৃতা দেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, রুমা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন ও উপসহকারি প্রকৌশলী তানভীর হাসনাত।
আরো উপস্থিত ছিলেন উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জমির উদ্দিন সরকার ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইমন দাম গুপ্ত দাশ, রেমাক্রী প্রাংসা ইউপি চেয়ারম্যান জিরা বম ও উপজেলায় জেলা বিভিন্ন কর্মকর্তা – কর্মচারী সহ ছাত্র- ছাত্র অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত। সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচে-গানে মাতিয়ে তুললেন।