বছরের প্রথমদিন নতুন বই পেলো সীতাকুণ্ডের শিক্ষার্থীরা

ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড: ‘‘নতুন বছর নতুন বই, শিক্ষা হবে আনন্দময়’’ এই শ্লোু গানকে সামনে রেখে স্বাস্থ্য বিধি মেনে ২০২২ শিক্ষাবর্ষে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু হয়েছে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে। তারই অংশ হিসেবে সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছে স্কুল কর্তৃপক্ষ। তবে নতুন বই বিতরণ কার্যক্রম আজ থেকে শুরু হলেও। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এ বছরও বই উৎসব হচ্ছে না। শনিবার (১ জানুয়ারি) থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হচ্ছে। এবারের শিক্ষাবর্ষে ৪ কোটি ১৭ লাখ ২৬ হাজার ৮৫৬ জন শিক্ষার্থীর মাঝে ৩৪ কোটি ৭০ লাখ ২২ হাজার ১৩০ কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতিতে পাঠ্যপুস্তক ও ৫টি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শিক্ষার্থীদের মাতৃভাষায় মুদ্রিত পাঠ্যপুস্তকও রয়েছে। তবে, এ বছরের প্রথমদিনে সব শিক্ষার্থীকে বই দেওয়া সম্ভব হচ্ছে না। পর্যায়ক্রমে নতুন বই পাবে শিক্ষার্থীরা ।