পেকুয়ায় প্রধানমন্ত্রীর উপহার দৃষ্টিনন্দন ঘরে ঈদ করার অপেক্ষায় তারা

পেকুয়া প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় প্রধানমন্ত্রীর উপহার দৃষ্টিনন্দন ঘরে ঈদ করার অপেক্ষায় আনন্দে ভাসছে নতুন ঘর পাওয়া অর্ধশত গৃহহীন পরিবার । যারা কিছুদিন আগেও জরাজীর্ণ বসবাস অনুপযোগী ভাঙ্গা ঘরে মানবেতর জীবনযাপন করতো। নতুন এ দৃষ্টিনন্দন এসব ঘরে ঈদ আনন্দ উপভোগ করতে আনন্দের পাশাপাশি ঘর সাজাতে কেনাকাটারও কমতি নেই তাদের। সরেজমিনে পেকুয়া উপজেলার রাজাখালী,শিলখালী,টইটং ইউনিয়নে গিয়ে দেখা যায়,জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে দেওয়া দৃষ্টি নন্দন ঘরে উঠতে শুরু করেছে উপকারভোগীরা। সাদা রং করা লাল নিল টিন সেটের সেমিপাকা ঘররের সুন্দর রুম গুলো সাজাতে ব্যস্ত সময় কাটছে তাদের। ছোটখাটো আসবাবপত্র দিয়ে রুম গুলো গোছানো হচ্ছে। ড্রইং রুমে বসানো হয়েছে চেয়ার টেবিল,তেমনি ভাবে শোয়ার ঘরে শোভা পাচ্ছে লাল বেড সিট বিছানো খাট, বিদ্যূতের আলোতে যেন বাড়তি সৗন্দর্য্য ফুটে উঠেছে। রুমের এক পাশ জুড়ে বাচ্চাদের পড়ার টেবিলে বই খাতার সারি সাজানো রয়েছে ।

উপকারভোগীরা জানান, রোদ বৃষ্টি ঝড়ে অনেক কষ্টে পরের জায়গায় জীবন কেটেছে, যেখানে টাকার অভাবে বাচ্চাদের খাওয়ানো দায় সেখানে জায়গা কিনে নতুন ঘর তৈরী করা অসম্ভব ছিল। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে জমি কিনে পাকার ঘর তৈরী করে মাথাগোঁজা ঠাঁই করে দিয়ে ছেলে সন্তানদের নিয়ে সুখে-শান্তিতে বসবাসের ব্যবস্থা করে দিয়েছে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তারা। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ-৩ প্রকল্পের আওতায় সারা দেশে জমিসহ সেমিপাকা ঘর পাচ্ছে ৩২৯০৪ টি গৃহহীন পরিবার। আগামী ২৬ এপ্রিল সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গন ভবন থেকে মোট ৩২৯০৪ টি ঘর উদ্ভোধন করার কথা রয়েছে। উপকারভোগীদের মধ্যে রয়েছে ভিক্ষুক,জেলে,দিনমজুর অসহায় গৃহহীন পরিবার। পেকুয়া উপজেলার রাজাখালী,শিলখালী,টইটং ইউনিয়নের ৪০ টি গৃহহীন পরিবারকে ঘরসহ জমি রেজিষ্ট্রেশন ও নামজারী খতিয়ান হস্তান্তরের মাধ্যমে ঘর বুঝিয়ে দেওয়ার জন্য সকল কাজ সম্পন্ন হয়েছে । প্রতিটি ঘর দুই লক্ষ উনষাট হাজার পাঁচশত টাকা ব্যয়ে আধুনিক মানের নির্ম্মাণ সামগ্রী দিয়ে টেকসই ভাবে এসব ঘর তৈরী করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা। মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে এসব ঘর ইতি মধ্যে উপকার ভোগীদের মাঝে বুজিয়ে দেওয়ার সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে।