
রাউজান উপজেলা প্রতিনিধি : চট্টগ্রাম রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এই বিরল প্রাণীটি ধরাপড়ে। ঈদের দিন রাতে এলাকার আমতলী টিলার রাস্থা দিয়ে যাওয়ার পথে কৃষক শাহাব উদ্দীন ধানের জমিতে কি যেন লরাছড়া করছে, তিনি তা দেখার চেষ্টা করলে তার দৃষ্টচর হয় এ বিরল প্রজাপতির প্রাণীটি, শাহাব উদ্দীন তা ধরার চেষ্টা করলে তার হাতে কামড়ে দিয়ে একটি আঙ্গুলের অংশ কামড়ে ফেলে এই প্রাণী। এর পরও সে পিছপা না হয়ে তা অনেক ধস্তাধস্তি করে ধরে ঘরে আটকে রাখে।
সকালে জানাজানি হলে এ বিরল প্রাণীটি দেখতে অনেক মানুষ ভিড় জমায়, এতে এলাকার সমাজ সেবক হলোদিয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড মেম্বার মু্হাম্মদ আলী রাউজান প্রেসক্লাব যুগ্ন আহবায়ক দৈনিক মানবকন্ঠ রাউজান উপজেলা প্রতিনিধি এম,দিদারুল আলমকে খবর দিলে তিনি তাৎক্ষনিক এসে পর্যবেক্ষণ করে উপজেলায় প্রাণী সংরক্ষণ কার্যালয়ে যোগাযোগ করলে ঈদের ছুটির কারনে চেষ্টা ব্যার্থ হন, পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামকে জানালে তিনি রাউজানের অন্যতম দৃষ্টি নন্দন গিরিছায়াতে পাঠিয়ে দেয়ার পরামর্শ দিলে মু্হাম্মদ আলী মেম্বার তা উপজেলা পৌরমেয়র জমির উদ্দীন পারভেজ এর নিকট হস্থান্তর করলে, তিনি প্রাণীটিকে গিরিচায়াতে খাবার ও চিকিৎসা সেবার ব্যাবস্তার মাধ্যেমে সংরক্ষণ করেন। প্রাণীটি দেখতে আসা ৭০/৭৫ বছর বয়সের মুরব্বিদের কয়েক জনকে এই প্রাণীর পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা বলেন – আমরা এই বয়সে সচক্ষে এমন প্রাণি দেখেনি।
পড়েছেনঃ ১০৯