ডেস্ক রিপোর্ট: অদ্য ৩ জানুয়ারী, ২০২১ খ্রী দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরে বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত আর্থিক সাহায্যের চেক হস্তান্তর করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম। বাংলাদেশ পুলিশে কর্মরত বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল থেকে চিকিৎসা সাহায্য বাবদ এই সাহায্য প্রদান করা হয়। এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) জনাব সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার(সদর) জনাব মোঃ আমির জাফর সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পড়েছেনঃ ১৩৭